সারাংশ ও সারমর্ম লিখন

সারাংশ ও সারমর্ম কি :কোনো গদ্যাংশ বা পদ্যাংশের মূল ভাব বা বক্তব্যকে অল্প কথায় প্রকাশ করার নাম সারমর্ম বা সারাংশ লিখন। সারমর্ম ও সারাংশের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। তবে প্রচলিত রীতিতে পদ্যের ভাব-সংক্ষেপ বোঝাতে সারমর্ম ও গদ্যের বক্তব্য-সংক্ষেপকে বোঝাতে সারাংশ কথাটি ব্যবহৃত হয়। সারাংশ ও সারমর্ম লেখার সময় নিচের কথাগুলো মনে রাখা দরকার:

১. পঠন: যে অংশের সারমর্ম বা সারাংশ লিখবে তা বার বার মন দিয়ে পড়বে। মূল ভাবটুকু অনেক সময় উপমা-রূপক বা অলংকারের আড়ালে থাকে। তাই উপমা, রূপক, অলংকার ইত্যাদি বাদ দিয়ে মূল ভাবটি বুঝে নিয়ে তা লিখবে।

২. বাড়তি বিষয় বর্জন: মূল ভাবকে যেহেতু খুব সংক্ষেপে লিখতে হয় সেজন্যে বাড়তি কিছু কথা থাকলে তা বাদ দেবে।

৩. প্রসঙ্গ: মূল ভাবের বাইরে অন্য কিছুর অবতারণা করা উচিত নয়। রচয়িতার নাম জানা থাকলেও উল্লেখ করবে না। 'কবি বলেছেন' জাতীয় কথাও লিখবে না।

৪. অনুচ্ছেদ: সারমর্ম ও সারাংশ একটি অনুচ্ছেদে লিখবে।

৫. প্রারম্ভিক বাক্য: প্রারম্ভিক বাক্যটি গোছালো ও আকর্ষণীয় করতে চেষ্টা করবে।

৬. প্রত্যক্ষ উক্তি: সারাংশে প্রত্যক্ষ উক্তি থাকলে তা পরোক্ষ উক্তিতে সংক্ষেপ করে লিখবে।

৭. পুরুষ: সারাংশের বক্তব্যে বা সারমর্ম উত্তম পুরুষ (আমি/আমরা) বা মধ্যম পুরুষ (তুমি/তোমরা) দিয়ে বাক্য কখনোই লিখবে না।

৮. উদ্ধৃতি: মূল অংশে উদ্ধৃতি থাকলে তার পুনরাবৃত্তি করবে না। প্রয়োজনে তার ভাবটুকু উদ্ধৃতি চিহ্ন ছাড়া লিখবে।

৯. ভাষা: সারমর্ম বা সারাংশ যথাসম্ভব সহজ ভাষায় ও সরল বাক্যে গুছিয়ে লিখতে চেষ্টা করবে।

আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম লিখন

শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও সারমর্ম লিখন। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম লিখন টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

Post a Comment

Previous Post Next Post