সারাংশ: শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের বিষয় নয়। আনন্দের মাধ্যমে শিক্ষালাভ করে জ্ঞানচর্চার রস উপলব্ধি করতে পারলেই শিক্ষার প্রকৃত লক্ষ্য অর্জিত হবে।
আমরা ছেলেকে স্কুল কলেজে পাঠিয়ে ভাবি যে, শিক্ষা দেয়ার সমস্ত কর্তব্য পালন করলাম। বৎসরের পর বৎসর পাস করে গেলেই অভিভাবকরা যথেষ্ট তারিফ করেন। কিন্তু তলিয়ে দেখেন না যে, কেবল পাস করলেই বিদ্যাঞ্জন হয় না। বাস্তবিক পক্ষে, ছাত্রের বা সন্তানের মনে জ্ঞানানুরাগ বা জ্ঞানের প্রতি আনন্দজনক শ্রদ্ধার উদ্রেক হচ্ছে কিনা, তা-ই দেখবার জিনিস। জ্ঞানচর্চার মধ্যে যে এক পরম রস ও আত্মপ্রসাদ আছে, তার স্বাদ কোনো কোনো শিক্ষার্থী একবিন্দুও পায় না ।
সারাংশ: শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের বিষয় নয়। আনন্দের মাধ্যমে শিক্ষালাভ করে জ্ঞানচর্চার রস উপলব্ধি করতে পারলেই শিক্ষার প্রকৃত লক্ষ্য অর্জিত হবে।
আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম সারাংশ ও সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD
Post a Comment