মানুষের মূল্য কোথায় ? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্র বলেই মানুষের জীবনে যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্যে। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক, এই কথার অর্থ এই নয় যে, তুমি শুধু লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ কর, তুমি পর দুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়। চরিত্রবান মানে এই ।


মানুষের মূল্য কোথায় ? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্র বলেই মানুষের জীবনে যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্যে। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক, এই কথার অর্থ এই নয় যে, তুমি শুধু লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ কর, তুমি পর দুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়। চরিত্রবান মানে এই ।


সারাংশ: মানুষের সত্যিকারের মর্যাদা নির্ভর করে চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মের ওপর। এসবের মধ্যে চরিত্রই মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। চরিত্র-গুণেই মানুষ শ্রদ্ধার আসন পায়। চরিত্রবান বলতে সত্যবাদী, বিনয়ী, জ্ঞানী, পরহিতব্রতী, ন্যায়বান ও স্বাধীনতাপ্রিয় সজ্জন মানুষকে বোঝায় 

আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD 

মানুষের মূল্য কোথায় সারাংশ,সারাংশ মানুষের মূল্য কোথায়,manusher mullo kothay sarangsho,মানুষের মূল্য কোথায়,চরিত্র ছাড়া মানুষের সারাংশ,মানুষের মূল্য,সারমর্ম মানুষের মূল্য কোথায়,মানুষের সুন্দর মুখ সারাংশ,সারাংশ চরিত্র ছাড়া মানুষের গৌরব,জীবনের কল্যাণের জন্য সারাংশ,human value,মানুষের মূল্য কোথায় সারমর্ম,human value meaning,বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী সারাংশ,চরিত্র,সারাংশ মানুষের সুন্দর মুখ দেখে,মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত সারাংশ,চরিত্র কি,মানুষের মূল্য কোথায়,মনুষ্যত্ব রচনা,value of human being,the value of man,value of man,মনুষ্যত্ব,সারাংশ জীবনের কল্যাণের জন্য,চরিত্র রচনা,সারাংশ মানুষের সুন্দর মুখ,সারাংশ মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না,চরিত্র বলতে কি বুঝায়,মানুষের চরিত্র,রচনা চরিত্র,human value drawing,human value quotes,value of people,চরিত্রের বৈশিষ্ট্য,উত্তম চরিত্র,চরিত্র নিয়ে হাদিস,মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না সারাংশ,চরিত্র রচনা class 8,চরিত্রই মানুষের শ্রেষ্ঠ সম্পদ,


Post a Comment

Previous Post Next Post