সারাংশ: চরিত্রবান বলতে বোঝায় কামপ্রবৃত্তির ক্ষেত্রে সত্যবাদী, জ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল ও পরোপকারী। যিনি স্বাধীনতা-প্রিয়, বিনয়ী এবং সৎ ব্যক্তিত্ব অর্জন করতে পারেন মানুষ তাকে শ্রদ্ধা করে।
চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, সে শুধু তার চরিত্রের জন্যে। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হওয়ার দরকার নেই । জগতে যে-সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান ব্যক্তি এ কথার অর্থ এই নয় যে, তুমি শুধু লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো। তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং স্বাধীনতাপ্রিয় চরিত্রবান মানে এই ।
সারাংশ: চরিত্রবান বলতে বোঝায় কামপ্রবৃত্তির ক্ষেত্রে সত্যবাদী, জ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল ও পরোপকারী। যিনি স্বাধীনতা-প্রিয়, বিনয়ী এবং সৎ ব্যক্তিত্ব অর্জন করতে পারেন মানুষ তাকে শ্রদ্ধা করে।
আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম সারাংশ ও সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD
Post a Comment