অনেকে বলেন স্ত্রীলোকদের শিক্ষার প্রয়োজন নাই। মেয়েরা চর্বচোষ্য রাঁধিতে পারে, বিবিধ প্রকার সেলাই করিতে পারে, দুই-চারিখানা উপন্যাস পাঠ করিতে পারে, ইহাই যথেষ্ট। আর বেশি আবশ্যক নাই। কিন্তু ডাক্তার বলেন যে, আবশ্যক আছে, যেহেতু মাতার দোষ-গুণ লইয়া পুত্রগণ ধরাধামে অবতীর্ণ হয়। এই জন্যে দেখা যায় যে, আমাদের দেশে অনেক বালক শিক্ষকের বেত্রতাড়নায় কণ্ঠস্থ বিদ্যার জোরে এফএ, বিএ পাস হয় বটে; কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঘুরিতে থাকে।
সারাংশ: যারা মেয়েদের শিক্ষার বদলে কেবল গৃহকর্ম শেখানোর কথা বলেন, তারা ভুল করেন। কারণ, মা-ই সন্তানের সবচেয়ে বড় শিক্ষক । তাই মা শিক্ষিত না হলে সন্তানের যথোপযুক্ত মানস-বিকাশ ঘটে না।
আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম সারাংশ ও সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD
Post a Comment