সারাংশ ও সারমর্ম লিখন এর নিয়ম
দুঃখই মানুষকে বৃহৎ করে, আপন বৃহত্ত্ব সম্বন্ধে জাগ্রত ও সচেতন করে তোলে। যাতে আমাদের পর্বতা, আমাদের তো, তা অনেক সময় আমাদের আরামের হতে পারে; কিন্তু তা আনন্দের নহে। যা আমরা বীর্যের দ্বারা না পাই তুর দ্বারা না পাই, তা আমরা সম্পূর্ণ পাই না থাকে দুঃখের মধ্য দিয়ে কঠিনভাবে লাভ করি, হৃদয় তাকেই নিভিাবে, সমগ্রভাবে প্রাপ্ত হয়। মনুষ্যত্ব আমাদের পরম দুঃখের ধন। তা বীর্যের দ্বারাই লভ্য। প্রত্যহ পদে পদে বাধা অতিক্রম করে যদি তাকে পেতে না হতো, তবে তাকে পেয়েও পেতাম না। যদি তা দুর্লভ না হতো, তবে আমাদের হৃদয় তাকে সর্বতোভাবে গ্রহণ করত না; কিন্তু তা দুঃখের দ্বারা দুর্লভ। কিন্তু দুর্লভ মনুষ্যত্ব অর্জন করার চেষ্টায় আত্মা আপনার সমস্ত শক্তি অনুভব করতে থাকে। সে অনুভূতিতেই তার প্রকৃত আনন্দ । সারাংশ: দুঃখ মানুষের জীবনবোধকে তীক্ষ্ণ করে, মনুষ্যত্বকে জাগ্রত করে। জীবনের যা-কিছু মহৎ অর্জন এবং যা-কিছু আনন্দের, তা কিন্তু গভীর দুঃখের দ্বারাই অধিগত হয়
Post a Comment