সারাংশ: মানুষের হৃদয় নানা অনুভূতির বিচিত্র লীলাভূমি। কোনো কারণে সে অনুভূতি গভীরভাবে আন্দোলিত হলে আনন্দে বা বিষাদে ঘটে তার অশ্রুময় প্রকাশ।


 জীবনের সুখ-দুঃখের স্মৃতিতে মুখ লুকাইয়া একবারও কাঁদে নাই, সংসারে এরূপ লোক দেখা যায় না। সকল মনুষ্যেরই হৃদয়-তন্ত্রীতে এক একটি সুর কেমন লাগিয়া থাকে; সেই সুরে যেদিন আঘাত পড়ে, সেই দিন সহসা যেন তাহার জীবনে কী পরিবর্তন সাধিত হয়, তাহার হৃদয়ে মর্মে কী যেন ত্বড়িৎ স্রোত ছুটিয়া বেড়ায়, আপনাকে কোথাও যেন ধরিতে পাইয়া সে একবার পশ্চাতে ফিরিয়া দেখে, তাহার নয়ন বাহিয়া অশ্রুজল ঝরিতে থাকে। কিন্তু কোনখানে করে কী আঘাত লাগিয়া তাহার হৃদয় চঞ্চল হইয়া ওঠে, সে কি তাহা বুঝিতে পারে? সে আপনার মনে কাঁদিয়া যায়— না কাঁদিয়া থাকিতে পারে না।


সারাংশ: মানুষের হৃদয় নানা অনুভূতির বিচিত্র লীলাভূমি। কোনো কারণে সে অনুভূতি গভীরভাবে আন্দোলিত হলে আনন্দে বা বিষাদে ঘটে তার অশ্রুময় প্রকাশ।

আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

Post a Comment

Previous Post Next Post