বার্ধক্য তাহাই— যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই — যাহারা মায়াচ্ছন্ন, নব-মানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন, শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না, যাহারা জীব হইয়াও জড়, যাহারা অটল সংস্কারের পাষাণস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে। বৃদ্ধ তাহারাই— যাহারা নব-অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। আলোক-পিয়াসী প্রাণচঞ্চল শিশুদের কল-কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে, জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অতিজ্ঞানের অগ্নিমান্দ্যে যাহারা আজ কঙ্কালসার— বৃদ্ধ তাহারাই ।
সারাংশ: পুরোনো ধ্যান-ধারণাকে যারা আঁকড়ে থাকে তারাই বৃদ্ধ। তাদের চিন্তা-চেতনা ও জ্ঞান প্রাচীনপন্থি। নতুন কোনো ভাবনাকে তারা গ্রহণ করতে নারাজ। ফলে তাদের ধ্যান-ধারণা জাতীয় জীবনের অগ্রগতি ও নবচেতনার পথে বাধা।
আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম সারাংশ ও সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD
Post a Comment