তুমি যদি অতুল ঐশ্বর্যের অধিপতি হও, সিংহাসনে বসিয়া অনেকের ওপর প্রভুত্ব কর, লোকে তোমাকে মহারাজ চক্রবর্তী বড় মানুষ বলিয়া মহাসম্ভ্রমে সম্বোধন করিবে। কিন্তু তুমি যদি আসল মানুষ না হও, তবে মানুষ তোমায় কখনই মানুষ বলিবে না। ধনে কি মানুষ বড় হয়? ধনের মানুষ কখনই মনের বড় মানুষ নহে, ধনের মানুষ মানুষ নয়, মনের মানুষই মানুষ। আমি ধন দেখিয়া তোমাকে সমাদর করিব না, জন দেখিয়া তোমাকে আদর করিব না, সিংহাসন দেখিয়া। তোমার সম্মান করিব না, বাহুল্যের জন্যে তোমার সম্মান করিব না— কেবল মন দেখিয়া তোমায় পূজা করিব।
সারাংশ: সম্পদ ও ক্ষমতা মানুষের মর্যাদা ও মহিমার আসল মাপকাঠি নয়। মনের দিক থেকে যাঁরা বড়ো, চিন্তাচেতনায় যাঁরা মহৎ, তাঁরাই জগতে সমাদৃত ও বরণীয় হয়ে থাকেন।
আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম সারাংশ ও সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD
Post a Comment