সারাংশ ও সারমর্ম লিখন এর নিয়ম

 সময় ও স্রোত কাহারও জন্যে অপেক্ষায় বসিয়া থাকে না, চিরকাল চলিতে থাকে। সময়ের নিকট অনুনয় করো, ইহাকে ভয় দেখাও ভূক্ষেপও করিবে না, সময় চলিয়া যাইবে, আর ফিরিবে না। নষ্ট স্বাস্থ্য ও হারানো ধন পুনঃপ্রাপ্ত হওয়া যায়, কিন্তু সময় একবার গত হইয়া গেলে আর ফিরিয়া আসে না। গত সময়ের জন্যে অনুশোচনা করা নিষ্ফল। যতই কাদ না কেন, গত সময় কখনও ফিরিয়া আসিবে না ।




সারাংশ: সময় ও স্রোত একবার চলে গেলে শত চেষ্টাতেও তা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। ভগ্ন স্বাস্থ্য ও হারানো হন কঠোর সাধনার মাধ্যমে ফিরিয়ে আনা গেলেও হারানো সময় কোনোভাবেই ফিরে পাওয়া যায় না। তাই সময়ের সহাবহারে সবাইকে সচেতন হতে হবে ।

Post a Comment

Previous Post Next Post