বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী। - সারাংশ

বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী। তোমার খুব ভালো বন্ধু থাকিতে পারে, কিন্তু প্রয়োজনের সময় তুমি তাহাদিগকে নাও পাইতে পার। তাহারা তোমার সঙ্গে ভদ্রভাবে কথা নাও বলিতে পারে, তাহাদের দুই একজন যে বন্ধু নহে তাহাও প্রমাণিত হইতে পারে এবং তাহারা তোমার যথেষ্ট ক্ষতিও করিতে পারে। কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকিবে। কোনো কোনো বই তোমাকে হাসাইবে, কোনো কোনো বই তোমাকে যথেষ্ট আনন্দ দিবে। কতগুলি বই তোমাকে জ্ঞানদান করিবে। তাহারা তোমাকে মহৎ ও মানুষ নামের যোগ্য করিবে। তাহারা জীবনব্যাপী তোমার বন্ধু।


সারাংশ: বই মানুষের পরম বন্ধু। মানুষের মনে আনন্দের খোরাক জোগায় বই। মানুষের জ্ঞান অর্জনের উপায়ও বই। নিত্যসঙ্গী ও সব সময়ের বন্ধু হিসেবে বইয়ের ভূমিকা অনস্বীকার্য।



আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী সারাংশ,বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী,বই মানুষের মনের সঙ্গী,সারাংশ বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী,সারাংশ বই মানুষের সবচেয়ে.... তোমার বন্ধু,বই মানুষের সবচেয়ে বড় বন্ধু সারাংশ,books summary,সব সারাংশ,সারাংশ class 6,সারাংশ,,

Post a Comment

Previous Post Next Post