অভ্যাস এক ভয়ানক জিনিস।  একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ হবার সাধনাতেও তোমাকে ধীর ও সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক করো সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না। ছ মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করো। তারপর এক শুভ দিনে আর একবার প্রতিজ্ঞা করো, সপ্তাহে তুমি দুদিন মিথ্যা বলবে না। এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনও ইচ্ছা করো না— তাহলে সব পণ্ড হবে ।


সারাংশ: মানুষের স্বভাব থেকে অভ্যাসকে বাদ দেওয়া কঠিন। সত্যবাদী হতে হলে সত্য বলার অভ্যাস করতে হয় এবং মিথ্যা বলার প্রবণতা দূর করাতে হয়। পাপ ও অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রামে জয়ী হওয়ার জন্যেও চাই সাধনা।


আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

অভ্যাস ভয়ানক জিনিস সারাংশ,সারাংশ অভ্যাস ভয়ানক জিনিস,অভ্যাস ভয়ানক জিনিস,অভাব আছে বলিয়াই সারাংশ,অভ্যাস,অভ্যাস ভয়ানক জিনিস সারমর্ম,সারাংশ তুমি জীবনকে সার্থক সুন্দর,সারাংশ অভ্যাস ভয়ানক জিনিস মানুষ বড় কথা বলে,তুমি বড় হয়ে কি হতে চাও,তুমি বড় হয়ে কি হতে চাও রচনা,তুমি জীবনকে সুন্দর করতে চাও সারাংশ,অভাব আছে বলিয়াই জগৎ বৈচিত্র্যময় সারাংশ,তুমি জীবনকে সার্থক সারাংশ,বাংলাদেশের ষড়ঋতু রচনা সহজ,সারাংশ অভাব আছে বলিয়াই জগৎ বৈচিত্র্যময়,অভাব আছে বলিয়া সারাংশ,,



Post a Comment

Previous Post Next Post