বিদ্যা মানুষের মহামূল্যবান সম্পদ, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু চরিত্র তদপেক্ষা মূল্যবান। অতএব, কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভাণ্ডার পূর্ণ করিয়াও থাকে তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদ আছে যে, কোন কোন বিষধর সাপের মস্তকে মণি থাকে। মণি মহামূল্যবান পদার্থ বটে, কিন্তু তাই বলিয়া যেমন মণি লাভের নিমিত্ত বিষধর স্বর্পের সাহচার্য লাভ করা বুদ্ধিমানের কাজ নহে। সেইরূপ বিদ্যা আদরহীন হলেও বিদ্যালাভের নিমিত্ত বিদ্বান দুর্জনের নিকট গমন বিধেয় নহে।
সারাংশ : বিদ্যা মূল্যবান বটে, কিন্তু চরিত্র বিদ্যা অপেক্ষা বেশী মূল্যবান। চরিত্রহীন ব্যক্তি বিদ্বান হলেও তার সঙ্গ কঠোরভাবে ত্যাগ করা উচিত। সাপের মাথায় মণি আনতে যাওয়া কোনো বুদ্ধিমান লোকের কাজ নয়। তেমনি জ্ঞান লাভের আশায় চরিত্রহীন বিদ্বান লোকের নিকট যাওয়া উচিত নয়।
আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম সারাংশ ও সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD
Post a Comment