“বসুমতি কেন তুমি এতই কৃপণা?
কত খোড়াখুড়ি করি পাই শস্য কণা,
দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস,
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কহেন মা বসুমতি
“আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে একেবারে ছাড়ে।”
সারমর্ম : আত্মশক্তির ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকার মাঝেই জীবনের সার্থকতা। বিনা পরিশ্রমে ফসল উৎপন্ন হলে পৃথিবীর গৌরব বাড়ে, কিন্তু তা মানুষের জন্য অমর্যাদাকর । এতে রয়েছে পরনির্ভরশীলতা ও কাপুরুষতার পরিচয়। নিজের পরিশ্রমে যা অর্জন করা যায় তাতেই গৌরব
বসুমতি, কেন তুমি এতই কৃপণা?
কত খোঁড়াখুঁড়ি করে পাই শস্য কণা।
দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস-
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতি,
আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে- একেবারে ছাড়ে।
সারমর্ম : শ্রমবিমুখ মানুষ পৃথিবীতে সমস্ত সফলতা থেকে বঞ্চিত হয়। কোনো জিনিস কষ্ট করে, শ্রম
দিয়ে অর্জন করার মধ্যে গৌরব ও আত্মতৃপ্তি থাকে। পরিশ্রম ও সৃষ্টিশীলতা মানুষের মর্যাদা ও গৌরব
বাড়ায় । তাই পৃথিবী হেসে মানুষকে এ শিক্ষাই দিতে চায় ।
বসুমতি, কেন তুমি এতই কৃপণা,
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্য কণা।
দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস,
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী—
আমার গৌরব তাতে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাতে একেবারে ছাড়ে।
সারমর্ম: মানবজীবনে পরিশ্রমের মূল্য অপরিসীম। এ জগতে সফল হতে হলে চাই কঠিন পরিশ্রম ও সাধনা। অলস মানুষ পরমুখাপেক্ষী। তার গৌরব করার মতো কিছু নেই। পক্ষান্তরে পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমে মানুষ মর্যাদা অর্জন করতে পারে।
আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম সারাংশ ও সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked B
Post a Comment