পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস?
পরের ভঙ্গি নকল করে নটের মত কেন চলিস?
তোর নিজস্ব সর্বাঙ্গে তোর দিলেন বিধাতা আপন হাতে,
মুছে সেটুক বাজে হলি, গৌরব কি বাড়ল তাতে?
আপনারে যে ভেঙ্গে-চুরে গড়তে চায় পরের ছাঁচে,
অলীক ফাঁকি, মেকি সে জন, নামটা তার ক'দিন বাঁচে?
পরের চুরি ছেড়ে দিয়ে আপন মাঝে ডুবে যারে
খাঁটি ধন যা সেথায় পাবি, আর কোথাও পাবি নারে।
সারমর্ম : পরের অন্ধ অনুকরণে নয়, আপন গুণের স্বাভাবিক বিকাশে প্রকৃত গৌরব। অনুকরণ মানুষকে বিকশিত করে না। বরং তার অন্তর্নিহিত সম্ভাবনাকে নষ্ট করে। অন্ধ অনুকরণ আত্ম-অবমাননার নামান্তর। নিজের অন্তর্নিহিত সৌন্দর্য ও শক্তির সন্ধান করে অমূল্য সম্পদ ও শক্তির অধিকারী হওয়া যায়।
পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস?
পরের ভঙ্গি নকল করে নটের মত কেন চলিস?
তোর নিজস্ব সর্বাঙ্গে তোর দিলেন ধাতা আপন হাতে,
মুছে সেটুকু বাজে হলি, গৌরব কি বাড়ল তাতে?
আপনারে যে ভেঙ্গেচুরে গড়তে চায় পরের ছাঁচে
অলীক, ফাঁকি, মেকি সে জন নামটা তার কদিন বাঁচে?
পরের চুরি ছেড়ে দিয়ে আপন মাঝে ডুবে যা রে,
খাঁটি ধন যা সেথায় পাবি, আর কোথাও পাবি না রে।
সারমর্ম ঃ অনুকরণ না করে এবং কারও মুখাপেক্ষী না হয়ে নিজের মতো করে শ্রম ও প্রতিভা দিয়ে
নিজেকে বিকশিত করতে হবে। কারণ অনকুরণ সর্বদাই নিন্দনীয়। নিজের সামান্য সম্পদকে যথার্থ
মূল্যবান ভেবে আত্ম-পরিচয়ের মধ্যেই যথার্থ মর্যাদা পাওয়া যায় ।
“পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস?
পরের ভঙ্গি নকল করে নটের মত কেন চলিস?
তোর নিজস্ব সর্বাঙ্গে তোর দিলেন বিধাতা আপন হাতে,
মুছে যেটুকু বাজে হলি, গৌরব কিছু বাড়লো তাতে?
আপনারে যে ভেঙ্গে চুরে গড়তে চায় পরের ছাঁচে
অলীক, ফাঁকি, মেকি সেজন নামটা তার ক’দিন বাঁচে
পরের চুরি ছেড়ে দিয়ে আপন মাঝে ডুবে যাবে
খাঁটি ধন যা সেথায় পাবি, আর কোথাও পাবি নারে।”
সারমর্ম ঃ পোষা পাখির মতো পরের মুখের বুলি আওড়ানোয় কোনো আনন্দ নেই। পরের অনুকরণের মধ্যদিয়ে নিজের স্বকীয় বৈশিষ্ট্য লোপ পায়। যারা পরের বেশভূষা ও ভঙ্গি নকল করে তারা অসত্যকেই অবলম্বন করে। প্রকৃত সত্যের সাধক তারাই, যারা অনুকরণ ত্যাগ করে নিজের মূল্য সম্পর্কে সচেতন ।
আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম সারাংশ ও সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD
Post a Comment