সার্থক জনম মোর জন্মেছি এই দেশে,

সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে,

জানিনে তোর ধন রতন আছে কিনা রাণীর মতন,

শুধু জানি, আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে

কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল,

কোন গগনে উঠেরে চাঁদ এমন হাসি হেসে,

আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,

ও আলোতেই নয়ন রেখে মুদবো নয়ন শেষে ।

সারমর্ম : “জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।” মা, মাটি এবং মাতৃভাষাকে ভালোবাসার মাঝেই মানুষের মহত্ত্ব প্রকাশ পায় । জন্মভূমির হাওয়া, আলো, ফুল-ফল; হাসি-গান ও স্নেহ ছায়ায় আমরা লালিত। জন্মভূমির প্রতি আমরা তাই এত শ্রদ্ধাশীল । বস্তুত জন্মভূমি প্রতিটি মানুষের নিকট প্রিয়, এখানে মৃত্যুবরণ করাও সকলের কামনা।



সারাংশ ও সারমর্ম লিখন এর নিয়ম

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে

সার্থক জনম মা গো, তোমায় ভালোবেসে ॥

জানি নে তোর ধনরতন

আছে কি না রানির মতন,

শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ॥

কোন বনেতে জানি নে ফুল

গন্ধে এমন করে আকুল,

কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে ॥

আঁখি মেলে তোমার আলো

প্রথম আমার চোখ জুড়ালো

ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে ॥

সারমর্ম : ধন-রত্নে পূর্ণ না থাকলেও মাতৃভূমি প্রত্যেক মানুষের কাছেই প্রিয়। স্বদেশের সাহচর্য মানুষকে পূর্ণতা দেয়,আর এজন্য মানুষ শেষ আশ্রয়টুকুও দেশের মাটিতেই চায় ।



সারাংশ ও সারমর্ম লিখন এর নিয়ম

সার্থক জন্ম মোর জন্মেছি এই দেশে

সার্থক জন্ম মাগো তোমায় ভালবেসে।

জানিনে তোর ধন-রতন আছে কিনা রাণীর মতন,

শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।

কোন বনেতে জানিনে ফুল, গন্ধে এমন করে আকুল,

কোন গগনে উঠেরে চাঁদ এমন হাসি হেসে।

আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো,

ঐ আলোতেই নয়ন রেখে মুদবো নয়ন শেষে।

সারমর্ম : সকলেরই প্রিয় ও পবিত্র জন্মভূমির প্রতি মমতা আছে। ধন-সম্পদে পরিপূর্ণ না হলেও স্বদেশ অত্যন্ত প্রিয় ও আদরের বলে মাতৃভূমিতে মৃত্যুবরণ প্রতিটি মানুষের একান্ত কাম্য । 


আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

Post a Comment

Previous Post Next Post