অধম রতন পেলে কী হইবে ফল?

উপদেশে কখনও কি সাধু হয় খল?

ভালো মন্দ দোষগুণ আঁধারেতে ধরে,

ভুজঙ্গ অমৃত খেলে গরল উগরে

লবণ জলধি জল করিয়া ভক্ষণ

জলবর করে দেখ সুধা বরিষণ।

সুজনে সু-যশ গায় কু-যশ ঢাকিয়া

কুজনে কুরব করে সু-রব ঢাকিয়া।

[ চট্ট. বো. ২০০২),

সারমর্ম : সৎ লোকের ধর্ম অন্যের ভালো দিকগুলোতেই আকৃষ্ট হওয়া। আর মন্দ লোকের ধর্ম কেবল অন্যের খুঁত খুঁজে বেড়ানো। বস্তুত জগতে ভালো ও মন্দ লোকের স্বভাবই আলাদা।

আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

Post a Comment

Previous Post Next Post