আর্টিকেলের শেষকথাঃ     আমার দৈনন্দিন জীবন অনুচ্ছেদ রচনা

শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম   আমার দৈনন্দিন জীবন অনুচ্ছেদ রচনা সম্পর্কে  । যদি আজকের এই   আমার দৈনন্দিন জীবন অনুচ্ছেদ রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD


আমার দৈনন্দিন জীবন

সূচনা : প্রত্যেকেরই দৈনন্দিন কর্মের একটি ধারা থাকে। আমি একজন ছাত্র। তাই আমারও একটি কর্মের ধারা আছে। এ দৈনন্দিন কর্মের ধারা অনুসারে আমি আমার দৈনন্দিন কাজ করে থাকি।

সকালে করণীয় : আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। আমি দাঁত মাজি, হাত-মুখ ধুই এবং ফজরের নামাজ পড়ি। তারপর আমি মুক্ত বাতাসে হাঁটতে যাই। আমি সকাল ৭.৩০ মিনিটে প্রাতঃরাশ খাই। তারপর আমি আমার পড়ার ঘরে যাই এবং সকাল ৯.০০ ঘটিকা পর্যন্ত পড়া তৈরি করি। তারপর আমি খাবার খাই এবং দশটায় স্কুলে রওয়ানা হই।

অপরাত্নে করণীয় : স্কুল থেকে বাড়ি ফেরার পর আমি নাস্তা খেয়ে খেলার মাঠে যাই। আমি ফুটবল, ভলিবল, ক্রিকেট ইত্যাদি খেলা করে থাকি। সূর্যাস্তের পূর্বে আমি বাড়ি ফিরে আসি ।

সন্ধ্যায় করণীয় : সন্ধ্যাবেলা আমি নিজেকে ধুয়ে মুছে মাগরিবের নামাজ পড়ি। তারপর আমি পড়ার ঘরে যাই।

রাতে করণীয় : আমি রাত ১০ ঘটিকা পর্যন্ত পড়া শিখি। তারপর বাবা-মায়ের সাথে রাতের খাবার খাই। এরই মধ্যে আমি এশার নামাজ পড়ি। এরপর আমি বিছানায় গিয়ে ভালোভাবে ঘুমাই।

উপসংহার : জীবনে সফল হতে হলে একটি সুন্দর পরিকল্পনার দৈনিক কার্যপ্রণালি থাকা উচিত। এ থেকে আমরা নিয়মানুবর্তিতা শিখি।

আর্টিকেলের শেষকথাঃ     আমার দৈনন্দিন জীবন অনুচ্ছেদ রচনা

শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম   আমার দৈনন্দিন জীবন অনুচ্ছেদ রচনা সম্পর্কে  । যদি আজকের এই   আমার দৈনন্দিন জীবন অনুচ্ছেদ রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD


Post a Comment

Previous Post Next Post