গরু

সূচনা : গরু একটি গৃহপালিত পশু। এটা খুবই শান্ত প্রাণী। এটি আমাদের গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে

দেখতে পাওয়া যায়।

প্রকারভেদ : গরু বিভিন্ন প্রকার এবং বিভিন্ন রংয়ের হয়ে থাকে। কিছু কিছু সাদা, কিছু কিছু লাল, কিছু

কিছু কালো এবং কিছু কিছু মিশ্র বর্ণের হয়।

বর্ণনা : গরুর চারটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি শিং এবং একটি লম্বা লেজ আছে। এর নিচের

মাড়িতে এক পাটি দাঁত আছে। এর ক্ষুরগুলো দু'ভাগে বিভক্ত। এর শরীর নরম এবং ছোট ছোট লোমে

আবৃত থাকে। এর একটা লম্বা লেজ আছে যার শেষভাগে একগুচ্ছ লোম আছে।

খাদ্য : গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। এটি পাতা, খড়, খৈল এবং ভাতের মাড়ও খায়।

স্বভাব : গরু খুব শান্ত অক্ষতিকারক প্রাণী। এটি বছরে একটিমাত্র বাচ্চা দেয়।

উপকারিতা : গরু খুব উপকারি প্রাণী। এটি আমাদের দুধ দেয়। দুধ হতে মাখন, ঘি, ননী, পনির, দধি

এবং বিভিন্ন মিষ্টি জাতীয় দ্রব্য তৈরি হয়।

উপসংহার : গরু আমাদের নিকট খুবই উপকারি। তাই গরুর যত্ন নেয়া আমাদের উচিত।



আর্টিকেলের শেষকথাঃ  গরু  অনুচ্ছেদ রচনা

শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম  গরু অনুচ্ছেদ রচনা সম্পর্কে  । যদি আজকের এই  গরু অনুচ্ছেদ রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

গরু অনুচ্ছেদ,cow paragraph,about cow paragraph,বসন্তকাল অনুচ্ছেদ,গরুর রচনা,paragraph on cow for class 4,গরুর রচনা class 1,the cow paragraph,paragraph on cow,গরু অনুচ্ছেদ রচনা,,


Post a Comment

Previous Post Next Post