একদা পরমমূল্য জন্মক্ষণ দিয়েছে তোমায়
আগন্তুক। রূপের দুর্লভসত্তা লভিয়া বসেছ
সূর্য-নক্ষত্রের সাথে। দূর আকাশের ছায়াপথে
যে আলোক আসে নামি ধরণীর শ্যামল ললাটে
সে তোমার চক্ষু চুম্বি তোমারে বেঁধেছে অনুক্ষণ
সখ্যডোরে দ্যুলোকের সাথে; দূর যুগান্তর হতে
মহাকাল যাত্রী মহাবাণী পুণ্য মুহূর্তেরে তব
শুভক্ষণে দিয়েছে সম্মান; তোমার সম্মুখ দিকে
আত্মার যাত্রার পন্থ গেছে চলি অনন্তের পানে—
সেথা তুমি একা যাত্রী অফুরন্ত এ মহাবিস্ময়।
সারমর্ম : জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ অন্তহীন বিশ্বলোকের সঙ্গে অনুভব করে অবিচ্ছেদ্য ও নিরন্তর সম্পর্ক। প্রকৃতির সঙ্গে সুগভীর সম্পর্কের মধ্য দিয়েই বিকশিত হয় তার জীবন। তার অস্তিত্বও সেই সম্পর্কের ওপর নির্ভরশীল । কিন্তু জীবন শেষে অনিবার্য মৃত্যুর পথযাত্রায় মানুষ নিঃসন্দেহে নিঃসঙ্গ পথিক।
আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম
শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম সারাংশ ও সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD
Post a Comment