কাগজ

সূচনা : কাগজ আমাদের লেখার একটি বস্তু। কাগজ ছাড়া আমরা একদিনও চলতে পারি না। কাগজ কথাটি ‘পেপিরাস' শব্দ থেকে এসেছে।

ইতিহাস : ইতিহাসবিদগণ মনে করেন এটি প্রথমে চীনে তৈরি হয়। কেউ কেউ মনে করেন কাগজ সর্বপ্রথম মিশরে পরিচিতি লাভ করে। কীভাবে তৈরি করা হয় : ছেঁড়া কাপড়, বাঁশ, খড়, কাঠ এবং অন্যান্য জিনিস দিয়ে কাগজ তৈরি করা হয়। প্রথমে এগুলো ছোট ছোট করে কেটে নরম করার জন্য পানিতে ডুবিয়ে রাখা হয়। ময়লা পরিষ্কার করার জন্য তারপর এদেরকে সোডা দিয়ে সিদ্ধ করা হয়। একে বলা হয় পাল্প। পাপ মেশিনের উপর দিয়ে চালনা করা হয়। এখানে একে শুকানো হয় এবং আমরা কাগজ পেয়ে থাকি

প্রকারভেদ : কাগজ বিভিন্ন প্রকার এবং আকৃতির হয়ে থাকে। কিছু সাদা, কিছু কালো এবং কিছু হলদে। কিছু কাগজ মোটা, কিছু কাগজ অমসৃণ এবং কিছু কাগজ উন্নতমানের।

উপকারিতা : কাগজ আমাদের কাছে খুবই উপকারী জিনিস। এটি লিখতে, অঙ্কন করতে এবং সাজসজ্জা করতে ব্যবহৃত হয়। এটি অফিস, আদালত, স্কুল এবং কলেজে খুবই প্রয়োজনীয়। বই এবং খবর কাগজে ছাপা হয়। কাগজ ছাড়া কোনো নথি এবং দলিল তৈরি করা যায় না।

উপসংহার : কাগজ সবচেয়ে উপকারি জিনিস। এটি শিক্ষা এবং জ্ঞান প্রসারে সাহায্য করে।

আর্টিকেলের শেষকথাঃ     কাগজ অনুচ্ছেদ রচনা

শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম   কাগজ অনুচ্ছেদ রচনা সম্পর্কে  । যদি আজকের এই   কাগজ অনুচ্ছেদ রচনা টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

paper making paragraph class 9,how to make paper paragraph,কাগজ রচনা,কাগজ অনুচ্ছেদ,essay on paper,কাগজ রচনা class 6,essay about paper,paragraph on paper,paper paragraph,uses of paper essay,,,

Post a Comment

Previous Post Next Post