প্রশ্ন ॥১॥ উক্তি কাকে বলে? কত প্রকার ও কী কী?
উত্তর : কোনো বক্তা যে কথা বলে, তা-ই উক্তি। উক্তি দুই প্রকার। যথা—
১. প্রত্যক্ষ উক্তি ও ২. পরোক্ষ উক্তি।
- প্রত্যক্ষ উক্তি : বক্তার কথাকে অবিকলভাবে উদ্ধৃত করা হলে, তাকে প্রত্যক্ষ উক্তি বলে । যেমন—অপু বলল, “আমি আগামীকাল ঢাকা যাব।'
- পরোক্ষ উক্তি : বক্তার কথাকে অন্যের জবানীতে রূপান্তরিত করে উপাস্থপন করা হলে, তাকে বলা হয় পরোক্ষ উক্তি। যেমন—অপু বলল যে, সে পরদিন ঢাকা যাবে।
প্রশ্ন ॥ ২॥ প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সাধারণ | নিয়মগুলো কী কী? আলোচনা করো।
উত্তর : প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সাধারণ নিয়ম-
1. প্রত্যক্ষ উক্তিতে বক্তার কথাগুলো উদ্ধরণ চিহ্ন (“ ”) দ্বারা আবদ্ধ থাকে। পরোক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন তুলে দিয়ে প্রথম উদ্ধরণ চিহ্নের স্থলে ‘যে’ সংযোজক অব্যয়টি ব্যবহার করতে হয়। যেমন—
প্রত্যক্ষ : রুনা বলল, “আমি খেলব।”
পরোক্ষ : রুনা বলল যে, সে খেলবে।
2. বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত বক্তার পুরুষের পরিবর্তন করতে হয়। যেমন—
প্রত্যক্ষ : তনিমা বলল, “আমার বইটি হারিয়েছে।”
পরোক্ষ : তনিমা বলল যে, তার বইটি হারিয়েছে।
3. বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে সর্বনামের পরিবর্তন করতে হয়। যেমন-
প্রত্যক্ষ : অতুল বলল, “আমার ভাই লন্ডনে থাকেন।”
পরোক্ষ : অতুল বলল যে, তার ভাই লন্ডনে থাকেন।
4. প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরোক্ষ উক্তিতে অর্থ অনুসারী করতে হয়। যেমন—
প্রত্যক্ষ : বাবা বললেন, “কাল তোমাদেরকে নিয়ে বেড়াতে যাব।”
পরোক্ষ : বাবা বললেন যে, পরদিন আমাদেরকে নিয়ে তিনি বেড়াতে যাবেন।
5. অর্থসঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে ক্রিয়াপদের পরিবর্তন হতে পারে। যেমন—
প্রত্যক্ষ : সে বলল, “আমি এক্ষুনি আসছি।
পরোক্ষ : সে বলল যে, সে তক্ষুনি যাচ্ছে।
6. প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে, পরোক্ষ উক্তিতে কালের কোনো পরিবর্তন হয় না। যেমন-
প্রত্যক্ষ : শিক্ষক বললেন, “বরফ পানিতে ভাসে।”
পরোক্ষ : শিক্ষক বললেন যে, বরফ পানিতে ভাসে
7. পরোক্ষ উক্তির শেষে সর্বদা পূর্ণচ্ছেদ হিসেবে দাঁড়ি (।) বসে।
8. প্রত্যেক্ষ উক্তির বাক্যে সর্বনাম এবং কালবাচক শব্দের পরোক্ষ উক্তিতে নিম্নলিখিত পরিবর্তন সংঘটিত হয় :
প্রত্যেক্ষ | পরোক্ষ |
---|---|
এই | সেই |
ইহা | তাহা |
এ | সে |
এখানে | ঐখানে |
আগামীকাল | পরদিন |
গতকাল | আগের দিন |
আজ | সেদিন |
এখানে | সেখানে |
এখ | তখন |
গতকল্য | পূর্ব দিন |
প্রশ্ন ॥ ৩ ॥প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের নিয়মগুলো লেখো।
উত্তর : প্রশ্নবোধক বাক্যের উক্তি পরিবর্তন : প্রত্যক্ষ উক্তিটি প্রশ্নবোধক হলে, প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াটিকে পরিবর্তন করে পরোক্ষ উক্তিতে ‘জিজ্ঞাসা করা’, ‘জানতে চাওয়া’ বা ‘খোঁজ নেওয়া' ইত্যাদি করতে হয়। যেমন—
প্রত্যক্ষ : লোকটি বলল, “তোমার নাম কী?”
পরোক্ষ : লোকটি আমার নাম জিজ্ঞাসা করল।
অনুজ্ঞাসূচক বাক্যের উক্তি পরিবর্তন : প্রত্যক্ষ উক্তিটি অনুজ্ঞাসূচক হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াটিকে ‘আদেশ করা’, ‘অনুরোধ করা’, ‘উপদেশ দেওয়া’, ‘নিষেধ করা’ ইত্যাদিতে পরিবর্তন করতে হয়। যেমন—
প্রত্যক্ষ : বাবা মেয়েকে বললেন, “এখন বই পড়ো।”
পরোক্ষ : বাবা মেয়েকে বই পড়তে আদেশ করলেন।
আবেগসূচক বাক্যের উক্তি পরিবর্তন : আবেগসূচক বাক্যের উক্তি পরিবর্তনে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াটি (Reporting Verb) বিস্ময়, আনন্দ, দুঃখ, বিরক্তি, ঘৃণা ইত্যাদি অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন—
প্রত্যক্ষ : সে আমাকে বলল, “ছি! ছি! তুমি এত নীচ!”
পরোক্ষ : যে ঘৃণার সাথে বলল যে আমি অত্যন্ত নীচ ।
উক্তি কাকে বলে,উক্তি কত প্রকার,পাছে লোকে কিছু বলে নিয়ে উক্তি,উদ্ধৃতি চিহ্ন কত প্রকার,উক্তি,উক্তি পরিবর্তন,লোকে বলে,বসন্তকাল রচনা ক্লাস ২,kake bole,পরিবর্তন নিয়ে উক্তি,পূর্ণচ্ছেদ,,
Post a Comment