সারাংশ ও সারমর্ম লিখন এর নিয়ম 

 আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি-ছায়ে

হেনেছে নিঃসহায়ে।

আমি যে দেখেছি—প্রতিকারহীন, শক্তের অপরাধে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।

আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে

কী যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে ॥

কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীতহারা,

অমাবস্যার কারা

লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে।

তাই তো তোমায় শুধাই অশ্রুজলে

যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,

তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সারমর্ম : সমাজদ্রষ্টা কবি দুঃখভরে লক্ষ করেন, হিংসাশ্রয়ীর চক্রান্ত ও শক্তির দাপটের কাছে মানবতা ভূলুণ্ঠিত।  অত্যাচারীর দৌরাত্ম্যে নিপীড়িত মানুষ ন্যায়বিচারহীন অসহায়ত্বের অপমান মুখ বুজে সইতে বাধ্য হচ্ছে। অন্যায়ের প্রতিকারে অগণিত তরুণ প্রাণের আত্মদানেও জাগ্রত হয় নি বিশ্ববিবেক। ঈশ্বরের রাজ্যে মনুষ্যত্বের এই অবমাননায় কবি রুদ্ধবাক। তবু কবির স্থির বিশ্বাস : বিবেক-বর্জিত অত্যাচারীর দল একদিন নিশ্চয় ঈশ্বরের ক্ষমাহীন বিচারে চরম দণ্ড লাভ করবে।

আর্টিকেলের শেষকথাঃ সারাংশ ও সারমর্ম

 শিক্ষার্থীরা  আজকে আমরা জানলাম সারাংশ ও  সারমর্ম। যদি আজকের এই সারাংশ ও সারমর্ম  টি ভালো লাগে তাহলে এখনি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই রকমই নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ । Search-Asked BD

Post a Comment

Previous Post Next Post