এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩ HSC Bangla 2nd Paper Suggestion, এইচএসসি পরীক্ষা আমাদের সামনে আসতেছে, তাই এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনদের জন্য ১০০% শিওর বাংলা ২য় সাজেশন নিয়ে আজকের পোস্টটি, বাংলা ১ম পেপার থেকে বাংলা ২য় পেপার এইচএসসি পরীক্ষায় একটু কঠিন হয়ে থাকে, তাই আমাদের এইচএসসি পরীক্ষার্থী বেশীরভাগই বাংলা ২য় পেপারের সাজেশন খুঁজে থাকে যেটি অনুসরণ করলে যাতে কমন আসে পরিক্ষায়।
আপনি এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন আমাদের দেওয়া সাজেশনটি একবার পড়ে অনুসরন করুন আশা করি আপনার কমন পড়বে। ইনশাআল্লাহ, এই সাজেশনটি নারীশিক্ষা ডিগ্রি কলেজের বাংলা প্রফেসর এম, এ সামাদ স্যারের দেওয়া সাজেশন, আপনারা অবশ্যই জানেন প্রত্যেকেই চাই নিজের কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা ভালো হতে তাই অনেক চিন্তা ভাবনা করে স্যাররা সাজেশন দিয়ে থাকেন।
আপনি এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন আমাদের দেওয়া সাজেশনটি একবার পড়ে অনুসরন করুন আশা করি আপনার কমন পড়বে। ইনশাআল্লাহ, এই সাজেশনটি নারীশিক্ষা ডিগ্রি কলেজের বাংলা প্রফেসর এম, এ সামাদ স্যারের দেওয়া সাজেশন, আপনারা অবশ্যই জানেন প্রত্যেকেই চাই নিজের কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা ভালো হতে তাই অনেক চিন্তা ভাবনা করে স্যাররা সাজেশন দিয়ে থাকেন।
১. উচ্চারণ ও বানানের নিয়ম
i. ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখো।
ii. অ-ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখো।
iii. এ-ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখো।
iv. বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের দু'টি নিয়ম লেখ।
v. বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানোর পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
vi. আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
২. ব্যাকরণিক শব্দশ্রেণি
i. ব্যাকরণিক শব্দশ্রেণি বলতে কী বুঝায়? ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কী কী? উদাহরণ সহ লেখো। অথবা, বাংলা ভাষার শব্দ শ্রেণিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উদাহরণ সহ আলোচনা করো।
ii. বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা করো।
iii. ক্রিয়া বলতে কী বোঝ? উদাহরণসহ ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করো।
iv. বিশেষণ কাকে বলে? উদাহরণসহ বিশেষণের শ্রেণিবিভাগ আলোচনা করো।
V.আবেগ শব্দ বলতে কী বোঝ? উদাহরণসহ এর শ্রেণিবিভাগ আলোচনা করো।
i. বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণ সহ আলোচনা করো।
ii. অর্থগতভাবে/ অর্থানুসারে বাংলা বাক্যের প্রকার ভেদ বা শ্রেণিবিভাগ উদাহরণ সহ আলোচনা করো
iii. বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণসহ
পর্যালোচনা করো।
অথবা, বাক্য শুদ্ধকরণ
অথবা, বাক্য শুদ্ধকরণ
Post a Comment