দ্বন্দ্ব সমাস

১. দ্বন্দ্ব সমাস : দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান সমাস। যে সমাসে সমস্যমান পদগুলোর সকলেরই সমাসবদ্ধ পদে প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে এবং, ও, আর-এ তিনটি অব্যয় থাকে। এ অব্যয়গুলো লোপপ্রাপ্ত হয়ে সমস্যমান পদগুলো একটি পদে পরিণত হয় ৷ দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হলো বহুব্রীহি সমাস । 

দ্বন্দ্ব সমাস চেনার উপায় হলো সমাসের দুটি পদের মধ্যে যদি সমান বা অনুরূপ অর্থ থাকে এবং তাদের মধ্যে সমান বা অনুরূপ বিন্যাস থাকে, তবে সেই সমাসটি দ্বন্দ্ব সমাস হবে। দ্বন্দ্ব সমাসে প্রথম পদটি হলো প্রধান পদ এবং দ্বিতীয় পদটি হলো উপপদ।

দ্বন্দ্ব সমাস চেনার উপায়

উদাহরণঃ মাতা-পিতা

এখানে "মাতা" ও "পিতা" দুটি পদ আছে এবং তাদের মধ্যে সমান বা অনুরূপ অর্থ আছে। এছাড়াও তাদের মধ্যে সমান বিন্যাস আছে, যার মানে প্রধান পদ এবং উপপদ একই অক্ষর দ্বারা শুরু হয়েছে। তাই এই সমাসটি দ্বন্দ্ব সমাস।

আরও কিছু উদাহরণ দ্বারা দ্বন্দ্ব সমাস চেনার উপায় বুঝানো যায়:

  • কাগজপত্র
  • ছোট-বড়
  • ছাত্র-শিক্ষক
  • পিতা-পুত্ৰ
  • হাতে-পায়ে

এই উদাহরণগুলি সমান বা অনুরূপ অর্থ ধারণ করে এবং তাদের মধ্যে সমান বিন্যাস আছে, তাই এগুলি দ্বন্দ্ব সমাস।

সমাসবদ্ধ পদ

দ্বন্দ্ব সমাসের উদাহরণ

সমাসবদ্ধ পদ ব্যাসবাক্য
মাতা-পিতা মাতা ও পিতা
কাগজপত্র কাগজ ও পত্র
ছোট-বড় ছোট ও বড়
ছাত্র-শিক্ষক ছাত্র ও শিক্ষক
পিতা-পুত্ৰ পিতা ও পুত্র
হাতে-পায়ে হাতে ও পায়ে
ছেলে-মেয়ে ছেলে ও মেয়ে
দুধ ও ভাত দুধভাত
পথঘাট পথ ও ঘাট
খাতাপত্র খাতা ও পত্র
বইপত্র বই ও পত্র
মাছ-মাংস মাছ ও মাংস
কাগজ-কলম কাগজ ও কলম
সোনা-রুপা সোনা ও রুপা
আয়-ব্যয় আয় ও ব্যয়
বন-জঙ্গল বন ও জঙ্গল
শাকসবজি শাক ও সবজি
জনমানব জন ও মানব
ইতর ও ভদ্র ইতর ও ভদ্র
ভালো-মন্দ ভালো ও মন্দ
হাত-মুখ হাত ও মুখ
কমবেশি কম ও বেশি
রাস্তাঘাট রাস্তা ও ঘাট
ইতরভদ্র ইতর ও ভদ্র
রুই-কাতলা রুই ও কাতলা
ভাই-বোন ভাই ও বোন
লেনদেন লেন ও দেন
লাভ-ক্ষতি লাভ ও ক্ষতি
আজকাল আজ ও কাল
দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হলোবহুব্রীহি.

Post a Comment

Previous Post Next Post