বিভিন্ন বোর্ডের সমাস নির্ণয়ের প্রশ্নোত্তর
নিচে
সমাসের বিভিন্ন সালের বোর্ড
যেমন: ঢাকা বোর্ড ১৯, কুমিল্লা বোর্ড ১৯,
চট্টগ্রাম ১৯, যশোর বোর্ড ১৯, দিনাজপুর বোর্ড ১৯, বরিশাল ১৯, এই বোর্ডগুলি ১৯
সালে বোর্ডে সংগ্রহিত করা হয়।
ঢাকা বোর্ড ১৯, কুমিল্লা বোর্ড ১৯, চট্টগ্রাম ১৯, যশোর বোর্ড ১৯, দিনাজপুর বোর্ড
১৯, বরিশাল ১৯ এই
সমাসগুলি দেখে মনে হয়, এই প্রদেশগুলিতে শিক্ষার্থীদের জন্য
শিক্ষা প্রদান হয়।
ঢাকা বোর্ড–২০১৯
প্রদত্ত শব্দ |
ব্যাসবাক্য |
সমাসের নাম |
চিরসুখী |
চিরকাল ব্যাপিয়া সুখী |
দ্বিতীয়া তৎপুরুষ |
পলান্ন |
পল মিশ্রিত অন্ন |
মধ্যপদলোপী কর্মধারয় সমাস |
বিশালাক্ষী |
বিশাল অক্ষি যার |
বহুব্রীহি সমাস |
দেশান্তর |
অন্য দেশ |
নিত্য সমাস |
সাত-সতের |
সাত ও সতের |
দ্বন্দ্ব সমাস |
যথাবিধি |
বিধিকে অতিক্রম না করা |
অব্যয়ীভাব সমাস |
সপ্তর্ষি |
সপ্ত ঋষির সমাহার |
দ্বিগু সমাস |
মুখচন্দ্ৰ |
মুখ চন্দ্রের মতো/ন্যায় |
উপমিত কর্মধারয় সমাস |
রাজশাহী বোর্ড-২০১৯
প্রদত্ত শব্দ |
ব্যাসবাক্য |
সমাসের নাম |
আরক্তিম |
ঈষৎ রক্তিম |
অব্যয়ীভাব সমাস |
আয়কর |
আয়ের ওপর অর্পিত কর |
মধ্যপদলোপী কর্মধারয় |
কুশীলব |
কুশ ও লব |
দ্বন্দ্ব সমাস |
সশস্ত্র |
অস্ত্রসহ বর্তমান |
সহাৰ্থক বহুব্রীহি সমাস |
চতুর্দশপদী |
চতুর্দশ/ চৌদ্দ পদের সমাহার |
দ্বিগু সমাস |
নীলাম্বর |
নীল যে অম্বর |
কর্মধারয় সমাস |
পঙ্কজ |
পঙ্কে জন্মে এমন (যা ) |
উপমিত কর্মধারয় সমাস |
প্রবচন |
প্র (প্রকৃষ্ট) যে বচন |
প্রাদি সমাস |
চট্টগ্রাম বোর্ড-২০১৯
Given Word |
Paraphrase |
Type of Samasa |
আমরণ |
মরণ পর্যন্ত |
অব্যয়ীভাব সমাস |
নদীমাতৃক |
নদী মাতা যার |
বহুব্রীহি সমাস |
সাতসতের |
সাত ও সতের |
দ্বন্দ্ব সমাস |
ভবনদী |
ভব রূপ নদী |
রূপক কর্মধারয় সমাস |
রাজহংস |
হংসের রাজা |
ষষ্ঠী তৎপুরুষ সমাস |
কাজলকালো |
কাজলের মতো কালো |
উপমান কর্মধারয় সমাস |
পকেটমার |
পকেট মারে যে |
উপপদ তৎপুরুষ সমাস |
সপ্তর্ষি |
সপ্ত ঋষির সমাহার |
দ্বিগু সমাস |
যশোর বোর্ড–২০১৯
প্রদত্ত শব্দ |
Paraphrase |
Type of Samasa |
যুগান্তর |
ব্যাসবাক্য |
সমাসের নাম |
নদীমাতৃক |
নদী মাতা যার |
বহুব্রীহি |
সৈন্যসামন্ত |
সৈন্য ও সামন্ত |
দ্বন্দ্ব সমাস |
আমরা |
আমি, তুমি ও সে |
দ্বন্দ্ব সমাস |
সপ্তর্ষি |
সপ্ত ঋষির সমাহার |
দ্বিগু সমাস |
সহোদর |
সমান উদর যার |
বহুব্রীহি সমাস |
অনাথ |
নেই আশ্রয় যার/ নয় আশ্রিত যে |
নঞ বহুব্রীহি |
চরণকমল |
চরণ কমলের ন্যায় |
উপমিত কর্মধারয় |
দিনাজপুর বোর্ড–২০১৯
প্রদত্ত শব্দ |
ব্যাসবাক্য |
সমাসের নাম |
পুষ্পসৌরভ |
পুষ্পের সৌরভ |
ষষ্ঠী তৎপুরুষ |
গঙ্গা-যমুনা-মেঘনা |
গঙ্গা, যমুনা ও মেঘনা |
বহুপদী সমাস |
চন্দ্ৰচূড় |
চন্দ্র চূড়া যার |
বহুব্রীহি |
অনাচার |
নেই আচার এমন |
নঞ্ তৎপুরুষ |
মহাকবি |
মহান যে কবি |
কর্মধারয় |
গুণমুগ্ধ |
গুণ দ্বারা মুগ্ধ/গুণে মুগ্ধ |
সপ্তমী তৎপুরুষ |
সবান্ধৰ |
বান্ধবসহ বর্তমান/বান্ধবের সাথে বর্তমান |
সহর্থক বহুব্রীহি |
উপকণ্ঠ |
কণ্ঠের সমীপে |
অব্যয়ীভাব |
বরিশাল বোর্ড–২০১৯
প্রদত্ত শব্দ |
ব্যাসবাক্য |
সমাসের নাম |
সলিলসমাধি |
সলিলে সমাধি |
সপ্তমী তৎপুরুষ |
গ্রন্থকার |
গ্রন্থ রচনা করে যে |
উপপদ তৎপুরুষ |
আকণ্ঠ |
কণ্ঠ পর্যন্ত |
অব্যয়ীভাব সমাস |
প্রবাদ |
প্র (প্রকৃষ্ট) যে বাদ (বচন) |
পঞ্চমী তৎপুরুষ |
উত্তরোত্তর |
উত্তর থেকে উত্তর |
দ্বিগু সমাস |
নবরত্ন |
নব রত্নের সমাহার |
দ্বিগু সমাস |
শতাব্দী |
শত অব্দের সমাহার |
দ্বিগু সমাস |
বিষাদসিন্ধু |
বিষাদ রূপ সিন্ধু |
রূপক কর্মধারয় |
কুমিল্লা বোর্ড–২০১৯
প্রদত্ত শব্দ |
ব্যাসবাক্য |
সমাসের নাম |
আঁট-সাঁট |
ঢিলে নয় এমন/আঁট ও সাঁট |
দ্বন্দ্ব সমাস |
গৃহস্থ |
গৃহে অস্থ (স্থায়ী)/গৃহে থাকে যে |
উপপদ তৎপুরুষ সমাস |
তপোবন |
তপের নিমিত্ত বন |
চতুর্থী তৎপুরুষ সমাস |
গণতন্ত্র |
গণের (নিয়ন্ত্রিত) তন্ত্র |
ষষ্ঠী তৎপুরুষ সমাস |
অনাহূত |
নয় আহূত যা/অন (নয়) আহূত |
নঞ্ তৎপুরুষ সমাস |
বিমনা |
বিচলিত মন যার/বি (নাই) মন যার |
নঞ্ তৎপুরুষ সমাস |
নবরত্ন |
নব রত্নের সমাহার |
দ্বিগু সমাস |
অনুরণন |
রণনের পশ্চাৎ/অনু (সদৃশ) যে রণন |
অব্যয়ীভাব সমাস |
সমাস সকল বোর্ড ২০১৯ arabic,সমাস সকল বোর্ড ২০১৯ bengali,সমাস সকল বোর্ড ২০১৯
com,সমাস সকল বোর্ড ২০১৯ download,সমাস সকল বোর্ড ২০১৯ english,সমাস সকল বোর্ড
২০১৯ font,সমাস সকল বোর্ড ২০১৯ google,সমাস সকল বোর্ড ২০১৯ hindi,সমাস সকল বোর্ড
২০১৯ in bangla,সমাস সকল বোর্ড ২০১৯ jpg,সমাস সকল বোর্ড ২০১৯ keyboard,সমাস সকল
বোর্ড ২০১৯ logo,সমাস সকল বোর্ড ২০১৯ mcq,সমাস সকল বোর্ড ২০১৯ name,সমাস সকল
বোর্ড ২০১৯ online,সমাস সকল বোর্ড ২০১৯ pdf,সমাস সকল বোর্ড ২০১৯ question,সমাস
সকল বোর্ড ২০১৯ rules,সমাস সকল বোর্ড ২০১৯ stylish,সমাস সকল বোর্ড ২০১৯
today,সমাস সকল বোর্ড ২০১৯ urdu,সমাস সকল বোর্ড ২০১৯ vector,সমাস সকল বোর্ড ২০১৯
word,সমাস সকল বোর্ড ২০১৯ xbox,সমাস সকল বোর্ড ২০১৯ youtube,,
Post a Comment